সেবার নাম:
#নতুন ভোটার অর্ন্তভুক্তিকরণ
* বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকালে তথ্য সংগ্রহকারীর নিকট তথ্য দিয়ে নিবন্ধন ফরম-2 পূরণ করা হয়।
* অন্য সময় উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে ভোটার অর্ন্তভুক্ত হওয়া যায়।
#জাতীয় পরিচয়পত্র সংশোধন
* অনলাইনে আবেদনের মাধ্যমে , ওয়েব এড্রেস www.services.nidw.gov.bd
* উপজেলা নির্বাচন অফিসে সংশোধনের আবেদন জমাদানের মাধ্যমে।
# ভোটার স্থানান্তর
* নির্ধারিত ফরমে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হয়। ভোটার স্থানান্তরের ক্ষেত্রে অনলাইনে আবেদনের ব্যবস্থা এখনো চালু হয় নাই।
#হারানো/ নষ্ট জাতীয় পরিচয়পত্রের ডুপ্লিকেট প্রাপ্তি।
* থানায় জিডি করে অনলাইনে আবেদনের মাধ্যমে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS